সিদ্ধান্ত নেয়ার সময় এখন এমবাপ্পের

সিদ্ধান্ত নেয়ার সময় এখন এমবাপ্পের

অনলাইন ডেস্ক

পিএসজির সাথে এই মৌসুমেই চুক্তি শেষ হচ্ছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পের। তাকে কিনতে বেশ বড়সড় প্রস্তুতি নিচ্ছে বেশ কয়েকটি ক্লাব। সেই সাথে প্রশ্ন ঘুরছে সাধারণ দর্শক থেকে শুরু করে সংশ্লিষ্টদের মনে।

পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো স্বীকার করেছেন, ক্লাবটি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন এমবাপ্পেকে নিজের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

ফরাসি ক্লাবটি চায় তরুণ এই তারকা চুক্তি নবায়ন করুণ। কিন্তু এমবাপ্পে পার্ক দেস প্রিন্সেস ছেড়ে অন্যত্র যেতে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন।

লিওনার্দো বলছেন, ‘আমি এমবাপ্পেকে নিয়ে পারিপার্শ্বিক নানা কথাবার্তায় অবাক। তার এখনো পুরো মৌসুম রয়েছে।

ক্লাবে তার আস্থাটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা কিছু সময় তার সঙ্গে কথা বলেছি এবং সিদ্ধান্ত গ্রহণের সময় এসে গেছে। ’

পিএসজি নেইমারের সঙ্গে নতুন চুক্তির আনুষ্ঠানিকতাও সেরে ফেলতে আগ্রহী। লিওনার্দোর কথায়, ‘আমরা নেইমারের সঙ্গেও কথা বলছি। আমরা সঠিক পথেই আছি। চুক্তিটি এখনো স্বাক্ষরিত হয়নি। তার সঙ্গে আমাদের ভালো সময় যাচ্ছে। এটি (চুক্তি) যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলাই লক্ষ্য। ’


ভূতের আছর থেকে বাঁচতে পৈশাচিক কান্ড

হৃদরোগে মৃত্যুর পরও ফাঁসিতে ঝুলানো হল নিথর দেহ

৭ সন্তান নিতে স্বেচ্ছায় দেড় লাখ ডলার জরিমানা গুনলেন চীনা দম্পতি

১৯ বছর পর অস্ত্রোপচার করে যমজ বোনে পরিণত হলেন যমজ দুই ভাই


অ্যাঙ্গেল ডি মারিয়া ও জোয়ান বার্নেটের বিষয়েও বেশ ইতিবাচক দলটি। ডি মারিয়া ও বার্নেট- দুজনই আসছে গ্রীষ্মে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। লিওনার্দো নিশ্চিত করেছেন, ‘আমরা এই চার জনের সঙ্গেই নতুন চুক্তি নবায়ন করতে চাই। ’

এমবাপ্পে কী সিদ্ধান্ত নেন সেটিই এখন দেখার বিষয়।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক