গাড়িতে অগ্নিকান্ড, রেকর্ড সংখ্যক গাড়ি উঠিয়ে নিচ্ছে হুন্দাই

গাড়িতে অগ্নিকান্ড, রেকর্ড সংখ্যক গাড়ি উঠিয়ে নিচ্ছে হুন্দাই

অনলাইন ডেস্ক

ব্যাটারি পরিবর্তনের জন্য হুন্দাই কোম্পানি বিশ্বজুড়ে ৮২ হাজার বিদ্যুৎচালিত গাড়ি ফেরত নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৫ টি গাড়িতে আগুন ধরে যাওয়ার খবর পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

গাড়িতে অগ্নিকান্ডের সংখ্যাটি কম হলেও হুন্দাইয়ের এই সিদ্ধান্ত এখন পর্যন্ত কোন পণ্য বাজার থেকে সবচেয়ে ব্যয়বহুল সিদ্ধান্তের একটি।

বিদ্যুৎচালিত গাড়ির ক্ষেত্রে সাধারণত ব্যাটারি পাল্টানো পুরো ইঞ্জিন পাল্টানোর মতোই কষ্টসাধ্য ব্যাপার।

এই সিদ্ধান্তের ফলে তাদের খরচ হবে ১ ট্রিলিয়ন কোরিয়ান মুদ্রা বা, ৯০০ মিলিয়ন মার্কিন ডলার। এতে গাড়িপ্রতি তাদের খরচ হবে গড়ে ১১ হাজার মার্কিন ডলার।


বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলা

বস্তিবাসীকে না জানিয়েই ভ্যাকসিনের ট্রায়াল

‘তুমি’ বলায় মারামারি, প্রাণ গেল একজনের

৭ সন্তান নিতে স্বেচ্ছায় দেড় লাখ ডলার জরিমানা গুনলেন চীনা দম্পতি


এর আগে ২০১৪ সালে পোরশে কোম্পানি তাদের 911 GT3 স্পোর্টস মডেলের ৭৮৫টি গাড়ি পরিবর্তন করে দিয়েছিলো। তবে সেক্ষেত্রে তাদের গাড়িপ্রতি খরচ বা, গাড়ির সংখ্যা কোনটাই হুন্দাইয়ের এই সিদ্ধান্তের মত এতো বড় ছিলো না।

news24bd.tv / নকিব