ময়নাতদন্তের পর লেখক মুশতাকের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর

ময়নাতদন্তের পর লেখক মুশতাকের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর

Other

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে মহানগর থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।


কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক মৃত্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় সকাল ও দুপুরের সড়ক দুর্ঘটনায় ঝরল ৬ প্রাণ

যা দেখে নাসিরকে ভালোবেসেছিলেন তামিমা


হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাফি মোহাইমেন এতথ্য নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের পর সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে ১২টার দিকে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয়।

পরবর্তী পরীক্ষা নিরীক্ষার জন্য মৃতদহের বিভিন্ন অঙ্গ সংরক্ষণ করা হয়েছে। লাশ গ্রহণ করেন মোশতাক আহমেদের খালু ও চাচাত ভাই।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় লেখক মুশতাক আহমেদের। 'রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে'র অভিযোগে গ্রেপ্তার মুশতাক গত বছরের মে মাস থেকে কারাবন্দি ছিলেন।

তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়।

কাশিমপুর কারাগার সূত্র জানিয়েছে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মুশতাক আহমেদ কারাগারে মাথা ঘুরে পড়ে যান। দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।