ভাবিকে নিয়ে উধাও দেবর, ৩৬ বছর পর আটক

ভাবিকে নিয়ে উধাও দেবর, ৩৬ বছর পর আটক

অনলাইন ডেস্ক

ভাবিকে বিয়ে করে ৩৬ বছর পলাতক থাকার পর ফেনীর সোনাগাজীতে এক বছরের সাজাপ্রাপ্ত দম্পতিকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে নাছির উদ্দিন (৬০) ও তার স্ত্রী পেয়ারা বেগম (৫০)।

পুলিশ জানায়, ১৯৮৫ সালে নাছির উদ্দিন তার ভাই মাহবুবের রহমানের স্ত্রী পেয়ারা বেগমকে বিয়ে করে পালিয়ে যান।

তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। ওই বছর ২ জানুয়ারি মাহবুবের রহমান বাদী হয়ে ভাই নাছির উদ্দিন ও তার স্ত্রীকে আসামি করে তৎকালীন সময়ে দণ্ডবিধি ৪৯৬/৩৭৯/৩৪ ধারা মোতাবেক প্রতারণামূলকভাবে অন্যের স্ত্রীকে বিয়ে করার অপরাধে মামলা দায়ের করেন।


কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক মৃত্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় সকাল ও দুপুরের সড়ক দুর্ঘটনায় ঝরল ৬ প্রাণ

যা দেখে নাসিরকে ভালোবেসেছিলেন তামিমা


তৎকালীন সোনাগাজী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৯৮৫ সালের ৫ অক্টোবর নাছির উদ্দিন ও তার স্ত্রী পেয়ারা বেগমের এক বছর করে কারাদণ্ড প্রদান করেন। আদালত প্রতারণামূলকভাবে অন্যর স্ত্রীকে বিয়ে করার অপরাধে এই দণ্ড দেন।

বিয়ের পর থেকে নাছির উদ্দিন চট্রগ্রামে গিয়ে পেয়ারা বেগমকে নিয়ে নতুন সংসার গড়েন। চট্টগ্রামের বিভিন্নস্থানে বসবাসের পর সর্বশেষ চট্টগ্রামের আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন তারা।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

news24bd.tv / কামরুল