ইউরোপা লীগের শেষ ষোলোতে ইব্রার মুখে পড়ছে ম্যানইউ

ইউরোপা লীগের শেষ ষোলোতে ইব্রার মুখে পড়ছে ম্যানইউ

অনলাইন ডেস্ক

শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের শেষ ষোলোর ড্র সম্পন্ন হয়েছে। উয়েফার সদর দপ্তরে বসেছিল এই ড্র অনুষ্ঠান।

উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোতে ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এসি মিলানকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার।

অন্যদিকে ইতালিয়ান সিরি আতেও একই অবস্থানে রয়েছে এসি মিলান।

ইউরোপা লিগের মাধ্যমে ম্যানইউর হয়ে খেলা মিলান ফরোয়ার্ড ইব্রাহিমোভিচকে ২০১৮ সালের পর আবারও দেখা যাবে ওল্ড ট্রাফোর্ডে। মিলানে যোগ দেয়ার পর থেকেই দারুণ ফর্মে রয়েছেন তিনি।

এদিকে ইংলিশ দল আর্সেনালের প্রতিপক্ষ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস।

প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পার খেলবে ক্রোয়েট দল ডায়নামো জাগরেবের বিপক্ষে।


১৯ মার্চ আসছে জয়ার ‘অলাতচক্র’

বস্তিবাসীকে না জানিয়েই ভ্যাকসিনের ট্রায়াল

গাড়িতে অগ্নিকান্ড, রেকর্ড সংখ্যক গাড়ি উঠিয়ে নিচ্ছে হুন্দাই

৭ সন্তান নিতে স্বেচ্ছায় দেড় লাখ ডলার জরিমানা গুনলেন চীনা দম্পতি


এছাড়া স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল খেলবে ইউক্রেনের ডায়নামো কিয়েভের বিপক্ষে। নরওয়ের ক্লাব মোল্ডের মুখোমুখি হবে আরেক স্প্যানিশ দল গ্রানাডা।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে দুই লেগের ম্যাচগুলো ১১ থেকে ১৮ মার্চের মধ্যে মাঠে গড়াবে।

news24bd.tv / নকিব