সিরিয়ায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে আসাদ সরকার

সিরিয়ায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে আসাদ সরকার

অনলাইন ডেস্ক

ইরাক সিরিয়া সীমান্তে মার্কিন বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের পরে এটাই প্রথম হামলা। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এই হামলা 'খুবই খারাপ ইঙ্গিত' বলে উল্লেখ করেছেন সিরিয়ান সরকার। শুক্রুবার ভোরের ওই হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছে।

 

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, সেদেশের দেইর আজ-জাওর প্রদেশের একটি সীমান্ত চেক পোস্টের কাছে ইরাকের জনপ্রিয় হাশদ  আশ-শাবি বাহিনীর অবস্থানে আমেরিকা শুক্রবার ভোররাতে যে হামলা চালিয়েছে তার ‘তীব্র নিন্দা’ জানাচ্ছে দামেস্ক। বিবৃতিতে ওই হামলাকে ‘আগ্রাসন’ বলেও উল্লেখ করা হয়েছে।


নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে?

মার্কিন গোয়েন্দা রিপোর্টে উঠে এল খাসোগি হত্যার গোপন তথ্য

নামাজে মনোযোগী হওয়ার কৌশল

অভাব দুর হবে, বাড়বে ধন-সম্পদ যে আমলে


সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, এই হামলার মাধ্যমে আমেরিকা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে।

জো বাইডেন প্রশাসনের এই হামলার নিন্দা জানিয়ে সমালোচকরা বলেছেন তিনি মূলত ট্রাম্পের নীতিই অনুসরণ করতে চান।

সিরিয়ার অভ্যন্তরে এই হামলা চালানোর মাধ্যমে বাইডেন প্রশাসন প্রথম কোন হামলায় সরাসরি যুক্ত হল।  

news24bd.tv/আয়শা