যুক্তরাষ্ট্রে আবারও চালু হল গ্রিন কার্ড

যুক্তরাষ্ট্রে আবারও চালু হল গ্রিন কার্ড

অনলাইন ডেস্ক

আবারও যুক্তরাষ্ট্রে চালু হল গ্রিন কার্ড। করোনা মহামারীর অজুহাত দেখিয়ে গত বছর বিদেশিদের গ্রিন কার্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প।

এই ঘোষণাকে ভিত্তিহীন মন্তব্য করে গত বুধবার এক ঘোষণায় গ্রিন কার্ড বিষয়ে জারি করা ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈধ অভিবাসীরা এখন থেকে দেশটিতে গ্রিন কার্ডের জন্য আবারও আবেদন করতে পারবেন

তিনি বলেন, 'বৈধ অভিবাসীদের জন্য দরজা বন্ধ করে দেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য সুবিধাজনক নয়।

এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নীতি যুক্তরাষ্ট্রের থাকা পরিবারগুলোকে তাদের প্রিয়জনদের থেকে আলাদা করেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আর অর্থনীতিরও ক্ষতি করেছে। '


বস্তিবাসীকে না জানিয়েই ভ্যাকসিনের ট্রায়াল

গাড়িতে অগ্নিকান্ড, রেকর্ড সংখ্যক গাড়ি উঠিয়ে নিচ্ছে হুন্দাই

সানি লিওনের জায়গা নিলেন আবিরা! (ভিডিও)

৭ সন্তান নিতে স্বেচ্ছায় দেড় লাখ ডলার জরিমানা গুনলেন চীনা দম্পতি


প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বাড়ায় গ্রিন কার্ডে নিষেধাজ্ঞা দেন ট্রাম্প।

সবশেষ ট্রাম্পের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন। এর ফলে যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসীরা এখন থেকে গ্রিন কার্ড সংগ্রহ করে দেশটিতে বসবাস করতে পারবেন।

news24bd.tv / নকিব