বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী কবরী
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১জন
আবদুর রশিদ শাহ, নীলফামারী
নীলফামারী সৈয়দপুর সড়কে ইপিজেড’র শ্রমিক বহনকারী অটোবাইকের সাথে কোচের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১১জন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও আটজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজ শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশ কোচের সাথে কামারপাড়া এলাকায় ইপিজেড’র শ্রমিক বহনকারী অটোবাইকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহতদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে সনিক কোম্পানীর শ্রমিক মশিউর রহমান মারা যায়। তিনি সদরের কানিয়ালখাতা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
গুরুতর আহত শ্রমিক বেবী আখতার, শাহিনা আখতার ও ইলিয়াস আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে অপর আট শ্রমিককে।
নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে?
মার্কিন গোয়েন্দা রিপোর্টে উঠে এল খাসোগি হত্যার গোপন তথ্য
অভাব দুর হবে, বাড়বে ধন-সম্পদ যে আমলে
নীলফামারী থানার উপ-পরিদর্শক পরিতোষ চন্দ্র রায় জানান, দুর্ঘটনায় অটোবাইকটি দুমরে মুচরে গেছে। আহতদের ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে দুর্ঘটনা ঘটানো বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমল রায় বলেন, আহতদের মধ্যে হাসপাতালে আনার পথে মশিউর রহমান (৪০) মারা গেছেন। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আটজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
news24bd.tv/আয়শা
পরবর্তী খবর
মন্তব্য