ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আল্টিমেটাম

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আল্টিমেটাম

Other

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হলে ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ও ৩ তারিখ প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখী যাত্রা করার ঘোষণা দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো।  এছাড়া, লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর সঠিক কারণ বের করা ও আন্দোলন থেকে গ্রেফতারও ছাত্রদের মুক্তি সহ ৩ দফা দাবি জানিয়েছে তারা।  

জেল খানায় লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এর রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সাধারণ ছাত্র পরিষদ। পরে রাজু ভাস্কর্যের অবস্থান নেয়া তারা।

এসময়, সংগঠনের নেতারা বলেন, এই আইনের মাধ্যমে মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নেয়া হচ্ছে। তাই এই আইন বাতিলের দাবি জানান তারা।

আরও পড়ুন:


শাকিবের হয়ে পুরস্কার গ্রহণ করলেন বুবলি, জল্পনা তুঙ্গে

মহাসমাবেশে যোগ দিতে খুলনায় ইশরাক, পথে বাধার অভিযোগ

ইহুদিদের উৎসব উপলক্ষে ইব্রাহিমি মসজিদের আজানে ইসরায়েলের নিষেধাজ্ঞা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সন্ধ্যায় বৈঠকে বসবে ৬ মন্ত্রণালয়


শাহবাগে অবস্থান নেয় নাম পন্থী সংগঠনগুলো। এসময়, ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ও ৩ তারিখ প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখী যাত্রা করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

 

এছাড়া, জাতীয় প্রেসক্লাবে এই আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাম পন্থী ছাত্র সংগঠনগুলো।

news24bd.tv আহমেদ