২৮ ফেব্রুয়ারি বগুড়া পৌরসভার নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

২৮ ফেব্রুয়ারি বগুড়া পৌরসভার নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

Other

২৮ ফেব্রুয়ারি বগুড়া পৌরসভার নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা র্পযন্ত ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠতি হবে। আজ শনিবার বেলা ১১ টায় শহরের পৌর উচ্চ বিদ্যালয় থেকে ভোটগ্রহণ র্কমর্কতারা ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে গেছেন ভোটকেন্দ্রে।  

বগুড়া পৌরসভায় ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন ভোটার ১১৩টি কেন্দ্রে ৮৩০টি বুথে ভোট প্রদান করা হবে। ১ লাখ ৩৪ হাজার ৯০৬ জন পুরুষ ও ১ লাখ ৪০ হাজার ৯৬৪ জন মহিলা ভোটার রয়েছেনে।

বগুড়া পৌরসভায় ২ হাজার ৬০৩ ভোটগ্রহণকারী র্কমর্কতা কাজ করবে। মেয়র পদে ৪ জন, সংরক্ষতি ওর্য়াড কাউন্সলির (মহিলা) ৫০ জন, সাধারণ ওর্য়াড কাউন্সলির পদে ১৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।


মহাসমাবেশে যোগ দিতে খুলনায় ইশরাক, পথে বাধার অভিযোগ

ইহুদিদের উৎসব উপলক্ষে ইব্রাহিমি মসজিদের আজানে ইসরায়েলের নিষেধাজ্ঞা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সন্ধ্যায় বৈঠকে বসবে ৬ মন্ত্রণালয়

নির্বাচনি পরিবেশ নষ্ট করে অতি উৎসাহী প্রার্থী ও নেতারা: ইসি শাহাদাত


সিনিয়র জেলা নির্বাচনি কর্মকর্তা ও রির্টানিং অফিসার মাহবুব আলম শাহ জানান, বগুড়ায় অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল পদক্ষপে গ্রহণ করা হয়েছে। ১৬ প্লাটুন বিজিবি, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটেরে নেতৃত্বে ২১টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব, পুলিশসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

news24bd.tv/আয়শা