খুলনায় বিএনপির অফিস ঘিরে রেখেছে পুলিশ, তীব্র উত্তেজনা

খুলনায় বিএনপির অফিস ঘিরে রেখেছে পুলিশ, তীব্র উত্তেজনা

Other

খুলনায় বিএনপির সমাবেশ ঘিরে দলীয় কার্যালয়ের সামনে কেডি ঘোষ রোডে শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। সড়কের প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে নেতাকর্মীদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত উম্মুক্ত স্থানে সমাবেশে অনুমতি না দেওয়ায় কোথাও স্টেজ তৈরি করতে পারেনি বিএনপি।  

তবে দলীয় কার্যালয়ের সামনে মাইক টানিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকাল থেকে যেসব নেতকার্মী কার্যালয়ের ভিতরে ছিলেন তারাই সামনের সড়কে অবস্থান নিয়ে শ্লোগান দিচ্ছেন।

news24bd.tv

কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ কয়েকজন বিএনপি কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন।

আরও পড়ুন:


অবরুদ্ধ খুলনায় নৌপথেও পারাপার বন্ধ, ভোগান্তি চরমে

ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘বৃদ্ধাঙ্গুলি’ ছাত্র ফেডারেশনের

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আল্টিমেটাম

শাকিবের হয়ে পুরস্কার গ্রহণ করলেন বুবলি, জল্পনা তুঙ্গে


news24bd.tv

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, শহরের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে দলীয় নেতাকর্মীদের সমাবেশস্থলে বাধা দেওয়া হয়েছে। পুলিশ বিএনপি কার্যালয়কে ঘিরে রেখেছে।

পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারপরও বাধা উপেক্ষা করে নেতাকর্মী দলীয় কার্যালয়ে আসছেন এবং শেষ পর্যন্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাবেশ করা হবে।

news24bd.tv আহমেদ