কোটা আন্দোলনে ঢাবি উপাচার্যের সমর্থন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান। ফাইল ছবি

কোটা আন্দোলনে ঢাবি উপাচার্যের সমর্থন

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। সরকার যত দ্রুত শিক্ষর্থীদের দাবি মেনে নেবে, তত দ্রুত সংকটের সমাধান হবে।  

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছে।

আইজিপিকে বলেছি আন্দোলনকারীদের সাথে যেন পুলিশ বাড়াবাড়ি না করে। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি যৌক্তিক।  

আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান ঢাবি ভিসি।

এদিকে কোটা সংস্কারের বিষয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক শিবলী রুবাইতুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, শিক্ষক সমিতি মনে করে এই কোটা সংস্কার এখন যুগের চাহিদা। সে অনুযায়ী কোটা সংস্কার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সুস্পষ্ট সিদ্ধান্ত দ্রুততম সময়ে ঘোষণা করার জন্য আমরা আহ্বান জানাই। '

সম্পর্কিত খবর