ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

Other

দিনাজপুরের খানসামা উপজেলায় আবার ট্রাক্টর চাপায় বাঁধন ইসলাম (২০) নামে মোটরসাইকেল চালক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে একই মোটরসাইকেলের পিছনে বসে থাকা নিলয় (২০) নামে আরেক মোটরসাইকেল আরোহী।

শনিবার দুপুরে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পুলহাট বাজার এলাকার এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বাঁধন পার্শ্ববর্তী নীলফামারী সৈয়দপুর উপজেলার রাবেয়ার মোড় এলাকার বানিয়া পাড়ার হামিদুল ইসলামের ছেলে এবং আহত নিলয়ও একই এলাকার বাসিন্দা।


চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে দুই নৌকা ডুবি

চুয়াডাঙ্গায় নারীর রহস্যজন মৃত্যু, শাশুড়ি আটক

অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের চাপে বেইলী ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

অন্য পুরুষের সাথে সম্পর্ক নিয়ে সন্দেহ, স্ত্রীকে খুন


প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর বারোটার দিকে উপজেলার গোয়ালডিহি পুলহাট বাজারে ব্রীফ অফিসের সামনে ইটবাহী একটি ট্রাক্টকে ওভারটেক করতে গিয়ে দ্রুতগামী মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় ১ জন গুরুতর আহত। স্থানীয়রা তাদের উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাঁধনকে মৃত ঘোষণা করেন।

গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অপর এক ঘটনায় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা একই উপজেলার পূর্ব হাসিমপুর চোধুরীপাড়া মোড়ে মাইক্রো থেকে নামার সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৫৫) নামে পূর্ব হাসিমপুর চৌধুরী পাড়ার এক বাসিন্দার মৃত্যু হয়।

news24bd.tv / কামরুল