৫ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাতজনের

নিজস্ব প্রতিবেদক

দেশের ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় আজ সাতজন মারা গেছেন। সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর সাড়ে তিনটার দিকে মহাসড়কের তালতলা বিজিবি ব্যাটেলিয়ন হেড কোয়াটারের সামনে এ ঘটনা ঘটে।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বুরহানউদ্দিন জানান, ভোরে বাই সাইকেলযোগে কয়েকজন শ্রমিক বিনেরপোতায় ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন।

পথে,  বিজিবি ব্যাটেলিয়ন হেডকোয়াটারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


দুই পৌরসভায় নির্বাচন কাল, কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

হত্যাচেষ্টার অভিযোগ এনে আতঙ্কিত বুবলীর থানায় জিডি

চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় ট্রাকচালক গুলিবিদ্ধ

পিতার স্পর্শকাতর স্থান চেপে ধরল ছেলে, বাবার মৃত্যু


এদিকে, নীলফামারীর সৈয়দপুরে সিএনজি অটোরিকশার সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। সকালে উপজেলার কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হয়েছেন অন্তত ১১ জন। এদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের চকরিয়ায় ২, নঁওগার মান্দায় ১  ও দিনাজপুরের খানসামায় ১ জন মারা গেছেন।

news24bd.tv নাজিম