স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ

টিকা নিলেই করোনা হবে না, এমন নিশ্চয়তা নেই

নিজস্ব প্রতিবেদক

টিকা নিলেই করোনা হবে ​না এমন নিশ্চয়তা নেই বলে মত বিশেষজ্ঞদের। প্রথম ডোজ নেয়ার পর শরীরে ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত অ্যান্টিবডি তৈরি হতে পারে। আর  দ্বিতীয় ডোজ নেয়ার দুই সপ্তাহ পরে টিকার সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা হবে বলে বিশেষজ্ঞদের মত।   তাই টিকা নেয়ার পরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ তাদের।

 

বাংলাদেশে টিকা নেওয়ার পর অন্তত তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। টিকার প্রথম ডোজ নেওয়ার সাত থেকে ১৬ দিনের মধ্যে তারা আক্রান্ত হন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে টিকা নিয়ে লাভ কি হল।

বিশেষজ্ঞরা বলছেন টিকা করোনার বিরুদ্ধে অন্যতম প্রতিরোধক।

তবে একমাত্র প্রতিরোধক নয়। আর প্রথম ডোজ নেয়ার পরপরই করোনা ভাইরাসকে পুরোপুরি প্রতিরোধ করতে পারে না বাংলাদেশে আসা কোভিশিল্ড বা অক্সর্ফোড অ্যাস্ট্রাজেনেকার টিকা।


চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে দুই নৌকা ডুবি

চুয়াডাঙ্গায় নারীর রহস্যজন মৃত্যু, শাশুড়ি আটক

অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের চাপে বেইলী ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

অন্য পুরুষের সাথে সম্পর্ক নিয়ে সন্দেহ, স্ত্রীকে খুন


বাংলাদেশে টিকার প্রথম ও দিতীয় ডোজের মধ্যে পার্থক্য দুই মাস। তারও দুই সপ্তাহ পরে টিকা সর্বোচ্চ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হবে বলে মত বিশেষজ্ঞদের। সেই হিসেবে টিকার প্রথম ডোজ নেওয়ার আড়াই মাস পর টিকা পুরোপুরি কার্যকর হবে।

এ পর্যন্ত দেশে প্রায় সাতশ জনের মধ্যে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

news24bd.tv / কামরুল