মিয়ানমারের ওপর রাজনৈতিক-অর্থনৈতিক অবরোধের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক অবরোধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ওয়াশিংটন সফররত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান।

মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক নিউলাইনস ইনস্টিটিউটে এক আলোচনা সভায় রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে নতুন বাইডেন প্রশাসনকে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়ভাবে অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ করেন মন্ত্রী।  


দুই পৌরসভায় নির্বাচন কাল, কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

হত্যাচেষ্টার অভিযোগ এনে আতঙ্কিত বুবলীর থানায় জিডি

চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় ট্রাকচালক গুলিবিদ্ধ

পিতার স্পর্শকাতর স্থান চেপে ধরল ছেলে, বাবার মৃত্যু


শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এক প্রশ্নোত্তর পর্বে কোভিড-১৯ পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য সরকারের নানা পদক্ষেপ এবং ভাসানচরে স্থানান্তরের বিষয়েও কথা বলেন মন্ত্রী।

এছাড়াও মার্কিন প্রশাসনকে রোহিঙ্গা বিষয়ক একটি বিশেষ দূত নিয়োগ দেয়ারও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

news24bd.tv নাজিম