স্কুল-কলেজ যদি ৩০ মার্চ খুলে, বিশ্ববিদ্যালয় কেন ২৪ মে?

স্কুল-কলেজ যদি ৩০ মার্চ খুলে, বিশ্ববিদ্যালয় কেন ২৪ মে?

Other

৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। ইতিবাচক সিদ্ধান্ত। কিন্তু আমার প্রশ্ন হলো স্কুল-কলেজ যদি ৩০ মার্চ খুলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কেন ২৪ মে খুলবে? 

ছোট বাচ্চাদের চেয়ে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের বোধ কী কম? আর উচ্চমাধ্যমিক আর বিশ্ববিদ্যালয়ের প্রথম-দ্বিতীয় বর্ষের ছেলেমেয়েদের বয়সের পার্থক্য তো ১-২ বছর। কলেজ খুললে বিশ্ববিদ্যালয় খুলতে সমস্যা কোথায়?

news24bd.tv


চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে দুই নৌকা ডুবি

চুয়াডাঙ্গায় নারীর রহস্যজন মৃত্যু, শাশুড়ি আটক

অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের চাপে বেইলী ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

অন্য পুরুষের সাথে সম্পর্ক নিয়ে সন্দেহ, স্ত্রীকে খুন


কাজেই স্কুল-কলেজের মতো বিশ্ববিদ্যালয়গুলোও ৩০ মার্চ খোলার দাবি জানাচ্ছি।

অন্তত হলগুলো খোলা যেতে পারে। ক্লাস দরকার হলে পরে খোলা হোক। আমার বিশ্বাস ক্লাস ১৭ মে থেকে যদি হয়, হল যদি এর আগেও খুলে দেয়া হয় অধিকাংশ ছেলেমেয়ে হলে আসবে না, গাদাগাদিও হবে না হলে। কিন্তু যাদের থাকার কোন জায়গা নেই, ঢাকায় টিউশনি করে চলতে হয়, হল খুলে দিলে তাদের অন্তত থাকার জায়গাটা হবে।
এই বিবেচনাতেও হল খুলে দেয়া উচিত।

(ফেসবুক থেকে)

লেখক: শরিফুল হাসান, গণমাধ্যম ও উন্নয়ন কর্মী

news24bd.tv / কামরুল