৫ম ধাপে ২৯ পৌরসভায় ভোট আজ

৫ম ধাপে ২৯ পৌরসভায় ভোট আজ

নিজস্ব প্রতিবেদক

৫ম ধাপে দেশের ২০ জেলার ২৯ পৌরসভা নির্বাচনে ভোট আজ। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ ধাপে সব পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন, ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার মধ্যরাত ১২ টায় শেষ হয় আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  

২৯ পৌরসভার ২৯টি মেয়র পদ ছাড়াও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এই ধাপের নির্বাচনী লড়াইয়ে মেয়র পদে লড়ছেন ১০০ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন এক হাজার ৩১৮ জন।  


দুই পৌরসভায় নির্বাচন কাল, কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

হত্যাচেষ্টার অভিযোগ এনে আতঙ্কিত বুবলীর থানায় জিডি

চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় ট্রাকচালক গুলিবিদ্ধ

পিতার স্পর্শকাতর স্থান চেপে ধরল ছেলে, বাবার মৃত্যু


ভোটের আগে কয়েকটি স্থানে সহিংসতার ঘটনাও ঘটেছে। এর মধ্যে বগুড়া শহরে নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় সদর থানায় দায়ের হওয়া মামলায় চার জনকে আটক করেছে পুলিশ।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক