ক্যাপিটল হিলে হামলার ঘটনায় মোট গ্রেপ্তার ২৮০

অনলাইন ডেস্ক

গেল ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছেন নির্বাহী ডেপুটি এটর্নি জেনারেল জন কারলিন।  

শুক্রবার তিনি জানান, দোষীদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে জোর পদক্ষেপে তদন্ত পরিচালিত হচ্ছে এবং তাদেরকে কঠোর বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন তিনি।  

এর আগে ক্যাপিটল পুলিশ প্রধান জানিয়েছিলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা, ক্যাপিটল হিল ভবন উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিলো।

 


কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

দিনেদুপুরে রাস্তা থেকে তুলে নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

মৌমিতাকে ধর্ষণের আলামত মেলেনি: ময়নাতদন্তকারী চিকিৎসক

দেখে মনে হয়েছে বিসিএস-এর প্রশ্নপত্রের করোনা হয়েছে


এছাড়া ট্রাম্পের সমর্থক ছাড়াও বেশকটি কট্টর ডানপন্থী সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও গোয়েন্দা সংস্থা তদন্ত পরিচালনা করছে বলে জানিয়েছে পুলিশ বিভাগ।

news24bd.tv নাজিম