রোনালদোর গোলেও হোঁচট খেল জুভেন্টাস

রোনালদোর গোলেও হোঁচট খেল জুভেন্টাস

অনলাইন ডেস্ক

ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে এগিয়ে থেকেও শিরোপা ধরে রাখার অভিযানে আরও একটি ধাক্কা খেল জুভেন্টাস। গোল হজম করেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা নয়বারের চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে হেল্লাস ভেরোনা।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে সেরি আর ম্যাচটি ১-১ ড্র হয়েছে। ম্যাচের দুটি গোলই দ্বিতীয়ার্ধে।

শেষ দিকে ভেরোনার গোলটি করেন আন্তোনিন বারাক।  

ভেরোনার বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রাইলো তুরিনের ক্লাবটি। গত মৌসুমে এই মাঠে ২-১ গোলে হেরেছিল জুভেন্টাস। এরপর চলতি আসরে প্রথম দেখায় চ্যাম্পিয়নদের তাদেরই মাঠে ১-১ এ রুখে দেয় ভেরোনা।


অভাব দুর হবে, বাড়বে ধন-সম্পদ যে আমলে

সূরা কাহাফ তিলাওয়াতে রয়েছে বিশেষ ফজিলত

করোনার ভ্যাকসিন গ্রহণে বাধা নেই ইসলামে

নামাজে মনোযোগী হওয়ার কৌশল


প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা রোনালদো ৪৯তম মিনিটে দলকে এগিয়ে নেন। চিয়েসার পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ ফরোয়ার্ড। আসরে এটা তার ১৯তম গোল।

গোছালো এক আক্রমণে ৭৭তম মিনিটে সমতায় ফেরে ভেরোনা। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে বল জালে পাঠান আন্তোনিন বারাক।

আট মিনিট পর আবারও গোল খেতে বসেছিল জুভেন্টাস । তবে দার্কো লাজোভিচের জোরালো শট স্ট্যাসনি কোনোমতে ঠেকান। বল তার হাত ছুঁয়ে ক্রসবারে লাগলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

২৩ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে ৪৬ পয়েন্ট তিনে আছে জুভেন্টাস। শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৫৩। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান। ২৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভেরোনা।  

news24bd.tv/আলী