আজ দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচন

আজ দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচন

অনলাইন ডেস্ক

কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলা গোমতী নদী সংলগ্ন একটি উপজেলা। ১টি পৌরসভা, ১৫ টি ইউনিয়ন নিয়ে দেবিদ্বার উপজেলা গঠিত। কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ’র শূন্য হওয়া চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ ২৮ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হচ্ছে । নির্বাচনী পরিবেশ অবাধ ও সুষ্ঠ করতে এবং ভোটারদের নিরাপদ করতে নিরাপত্তা বলয় তৈরী করেছে স্থানীয় প্রশাসন।

পাশাপাশি র‌্যাব, পুলিশ, বিজিবি, ষ্ট্রাইকিং ফোর্স সহ প্রায় সহ সহস্রাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

দেবীদ্বার উপজেলা পরিষদ’র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বী প্রার্থী মোট ৪ জন। এরা হলেন, আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ, বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতীকের প্রার্থী এ.এফ.এম তারেক মূন্সী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আব্দুল আউয়াল সরকার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল হক খোকন।


ঋণ থেকে মুক্তির দু’টি দোয়া

মেসি ম্যাজিকে সহজেই জিতল বার্সা

দোয়া কবুলের উত্তম সময়

রোনালদোর গোলেও হোঁচট খেল জুভেন্টাস


এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, উপজেলার প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার ভোটারের জন্য ১শত ১৪টি ভোট কেন্দ্রে অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আমরা প্রস্তুত।

আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রতিটি এলাকায় দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহনে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ষ্ট্রাইকিং ফোর্স সহ বিপুলসংখ্যক র‌্যাব, পুলিশ, বিজিবি,আনসার মোতায়েনের ব্যবস্থা রাখা হয়েছে।

আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র নিয়ে মোট ৪ জন প্রাথী এবারের উপ-নির্বাচনে লড়াই করছেন।

news24bd.tv/আয়শা