খুলনায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

খুলনায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

Other

খুলনার কয়রায় ওষুধ বিক্রেতা শেখ আকবার আলী (৭০) হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাাসের কারাদণ্ড দেয়া হয়েছে।  

আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। নিহত আকবার আলী কয়রা উপজেলার নাকশা গ্রামের বাসিন্দা।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এম ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- শেখ নুরুর রহমান জেবা, মতিয়ার রহমান, সাজিদুর রহমান বাকু, মোশাররফ হোসেন, মামুন গাজী।  

এদের সকলের বাড়ি কয়রার নাকশা এলাকায়। রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে ২০১৩ সালের ২৫ জুলাই ভোররাতে এ হত্যাকাণ্ড ঘটে।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা জাতির উন্নয়নের মূল চাবিকাঠি: প্রধানমন্ত্রী

অসুস্থ মাকে বাঁচাতে ক্রিকেটে ফিরতে চান শাহাদাত

প্রেমিকের আশ্বাসে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে অনশন!


পুলিশ জানায়, ঘটনার রাতে দোকানের ভিতরে ঢুকে আসামিরা আকবার আলী শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে ছয় জনকে আসামি করে ২৬ জুলাই কয়রা থানায় মামলা করেন। মামলা নং- ১৯।

তদন্ত কর্মকর্তা কয়রা থানা পুলিশের উপপরিদর্শক সুবির দত্ত ২০১৩ সালের ২৩ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। মামলা চলাকালীন সময় এজাহারভূক্ত আসামি কামরুল ইসলাম মারা গেলে তাকে অব্যাহতি দেয়া হয়।

news24bd.tv / কামরুল