জেএসএস ও ইউপিডিএফ নিষিদ্ধের দাবি

জেএসএস ও ইউপিডিএফ নিষিদ্ধের দাবি

Other

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর রাজনীতি নিষিদ্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছে পার্বত্য ছাত্র পরিষদের নেতারা।

তারা বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের আঞ্চলিক রাজনীতির কারণে পাহাড়ে সংঘাত সহিংসতা বৃদ্ধি পেয়েছে। প্রাণ হারাচ্ছে হাজারো নিরীহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালীরা। পাহাড়ের মানুষ এখনো নিরাপত্তাহীন।

স্বাধিন দেশে সশস্ত্র সন্ত্রাসীদের কাছে জিম্মি যুব সমাজ। অতচ পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭সালে সন্তু লারমা শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল। কিন্তু তিনি শান্তি রক্ষায় কোনো ভূমিকাই রাখেনি।

রোববার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও সেনা

ক্যাম্প পূর্ণ স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বক্তরা এসব কথা বলেন।


গুলি ছুড়ে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি

জানা গেল আসল রহস্য, ১৩-১৪ বছরের দুই বোনের সঙ্গেই শরীরিক মেলামেশা ছিল তার


পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ ফরাজি সাকিবের সভাপতিত্বে এতে বক্তব্য দেন-
পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর কবির, রাঙামাটি জেলা শাখার সভাপতি সাব্বির আহম্মদ, সহসভাপতি মো. নাদিরুজ্জামান, কাজী মো. জালোয়া, সাধারণ সম্পাদক মো. সোলায়মান,
সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক মোল্লা, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হাবিব আজম,
সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন ও প্রচার সম্পাদক মো. তাজুল ইসলামসহ অন্যরা।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা আরও বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারসহ অস্ত্রধারীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তাবাহিনীর ক্যাম্প স্থাপনের এখন সময়ের দাবি।

সমাবেশ শেষে পার্বত্য ছাত্র পরিষদের নেতারা রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা চত্বর ঘুরে আবারও সমাবেশে স্থলে এসে শেষ হয়।

news24bd.tv তৌহিদ