এবার এক ডোজের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

এবার এক ডোজের ভ্যাকসিন ​মার্কিন কোম্পানি জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন-এফডিএ এই টিকার অনুমোদন দেয়।

এছাড়া মহামারীতে বিপাকে পড়া মার্কিনীদের সাহায্যে প্রেসিডেন্ট জো বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের ত্রাণ পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।  


জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা জাতির উন্নয়নের মূল চাবিকাঠি: প্রধানমন্ত্রী

অসুস্থ মাকে বাঁচাতে ক্রিকেটে ফিরতে চান শাহাদাত

প্রেমিকের আশ্বাসে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে অনশন!


শনিবার সকালে হওয়া ওই ভোটে বিলটি ২১৯-২১২ ব্যবধানে অনুমোদন পায়।

বিলটি এখন অনুমোদনের জন্য উচ্চকক্ষ সেনেটে পাঠানো হবে। এদিকে গেলো সপ্তাহে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমে আসলেও চলতি সপ্তাহের শুরুতেই আবারো কিছুটা বেড়েছে সংক্রমণের মাত্রা।  

এ পরিস্থিতিতে ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরইমধ্যে দেশটিতে মোট সংক্রমণ ছাড়িয়ে গেছে এক কোটি ১০ লাখ।

এদিকে বিশ্বজুড়ে মোট শনাক্ত হয়েছে ১১ কোটি ৪৩ লাখ এবং মৃত্যু ছাড়িয়েছে ২৫ লাখ ৩৬ হাজার।

news24bd.tv নাজিম