বগুড়ায় বিএনপি প্রার্থী বিজয়ী

বগুড়ায় বিএনপি প্রার্থী বিজয়ী

Other

আইনশৃঙ্খলা বাহীনির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বগুড়া পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম এ ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।

এতে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার প্রাপ্ত ভোট ৮২ হাজার ২১৭ টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জগ প্রতিকে আব্দুল মান্নান আকন্দ। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৯০টি ভোট।


গুলি ছুড়ে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি

জানা গেল আসল রহস্য, ১৩-১৪ বছরের দুই বোনের সঙ্গেই শরীরিক মেলামেশা ছিল তার

আবাহনীকে ৪-১ গোলে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

৬৬ নারীকে ধর্ষণ


আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকে বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি তৃতীয় স্থানে রয়েছেন। তার প্রাপ্ত ভোট ২০ হাজার ৮৯।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ার সহ সভাপতি মাও. আব্দুল মতিন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৯১ ভোট। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৬৫ হাজার ১১২ জন, যা ৫৯.৮৫ শতাংশ।

রোববার রাত পৌনে নয়টার দিকে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ এই বেসরকারি ফলাফল প্রকাশ করেন।

এদিকে বগুড়া পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে জয় পেয়েছেন ১নং ওয়ার্ডে শাহ মো. মেহেদী হাসান হিমু, ২নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বিটু, ৩নং ওয়ার্ডে কবিরাজ রুণ কুমার চক্রবর্তী, ৪নং ওয়ার্ডে আব্দুল মতিন সরকার, ৫ নং ওয়ার্ডে রেজাউল করিম ডাবলু, ৬ নং ওয়ার্ডে পরিমল চন্দ্র দাস, ৭নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন পশারী হিরু, ৮নং ওয়ার্ডে এরশাদুল বারী এরশাদ, ৯নং ওয়ার্ডে আলহাজ শেখ, ১০ নং ওয়ার্ডে আরিফুল ইসলাম আরিফ, ১১ নং ওয়ার্ডে সিপার আল বখতিয়ার, ১২ নং ওয়ার্ডে এনামুল হক সুমন, ১৩ নং ওয়ার্ডে আল মামুন, ১৪ নং ওয়ার্ডে এম আর ইসলাম রফিক, ১৫ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম, ১৬ নং ওয়ার্ডে আমিন আল মেহেদী,১৭ নং ওয়ার্ডে ইকবাল হোসেন রাজু, ১৮ নং ওয়ার্ডে রাজু হোসেন পাইকাড়, ১৯ নং ওয়ার্ডে লুৎফর রহমান মিন্টু, ২০ নং ওয়ার্ডে রুস্তম আলী, ২১ নং ওয়ার্ডে রুহুল কুদ্দুস ডিলু। এর আগে রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ১৬ প্লাটুন বিজিবি সহ র‌্যাব, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স ও ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষনিক টহল দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তার কারণে বগুড়া পৌর নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বগুড়া জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৭০ বর্গ কিলোমিটারের বগুড়া পৌরসভা ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত। জনসংখ্যা রয়েছে প্রায় ৮ লাখের বেশি। নতুন ভোটার নিয়ে চলতি বছরে এসে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে বগুড়া পৌরসভায় ১ লাখ ৩৪ হাজার ৯০৬ জন পুরুষ ও ১ লাখ ৪০ হাজার ৯৬৪ জন মহিলা ভোটার রয়েছেন। ভোট গ্রহণের ক্ষেত্রে পৌরসভার ১১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। ঝুঁকিপূর্ন কেন্দ্রে বসানো হয় সিসি ক্যামেরা।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

news24bd.tv তৌহিদ