নতুন ইতিহাস গড়ল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা

অনলাইন ডেস্ক

নতুন ইতিহাস গড়ল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। রোববার ১৯টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি জমায় PSLV-C51 রকেট। স্যাটেলাইটের মধ্যে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিও। আর এটিই ছিল  ইসরোর প্রথম বাণিজ্যিক অভিযান।

 

২০২১ সালে প্রথম মহাকাশ অভিযান ইসরোর। রোববার সকালে শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এই রকেট উৎক্ষেপণ হয়। ১৯টি স্যাটেলাইটের মধ্যে রয়েছে ব্রাজিলের অ্যামাজোনিয়া ১। এই প্রথম ভারতের মাধ্যমে ব্রাজিলের প্রধম স্যাটেলাইট লঞ্চ করা হল।

আর  এটিই  ইসরোর প্রথম বাণিজ্যিক অভিযান।  


জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা জাতির উন্নয়নের মূল চাবিকাঠি: প্রধানমন্ত্রী

অসুস্থ মাকে বাঁচাতে ক্রিকেটে ফিরতে চান শাহাদাত

প্রেমিকের আশ্বাসে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে অনশন!


এদিন স্যাটেলাইট লঞ্চের সময় ভারতের মহাকাশ কেন্দ্রে উপস্থিত ছিল ব্রাজিলের প্রতিনিধি দল। এছাড়াও ছিলেন ইসরোর প্রধান কে শিবনও। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডল, জলবায়ুর তারতম্যের তথ্য-চিত্র মহাকাশ গবেষণা কেন্দ্রে পাঠাবে এই উপগ্রহ।

অন্য যে ১৮টি স্যাটেলাইট লঞ্চ হয়েছে তার মধ্যে একটিতে  রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। মোদীর পাশাপাশি ভগবত গীতারও ছবি রয়েছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং ভগবত গীতাই নয়, সেইসঙ্গে ওই উপগ্রহে থাকছে আরও ২৫০০০ জন মানুষের নাম।  

news24bd.tv নাজিম