ঠাকুরগাঁওয়ে ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উধাও

ঠাকুরগাঁওয়ে ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উধাও

Other

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সোনালী ব্যাংক হিসাব নম্বর থেকে এক বৃদ্ধা মহিলার বয়স্ক ভাতার প্রায় ১৩ হাজার উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বয়স্ক ভাতার টাকা চেয়ে ভাতাভোগী মরজিনা বেগম গত বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা অফিসার বরাবরে লিখিত আবেদন করেছেন।

মরজিনা বেগম উপজেলার আমজানখোর ইউনিয়নের কাশিবাড়ী গ্রামের মৃত দাউদ আলীর স্ত্রী।

বৃদ্ধা বলেন, বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে এসে দেখি আমার একাউন্ট থেকে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে।

ঘটনাটি ব্যাংক কর্তৃপক্ষকে অবগত করার পরেও গত চারদিন ধরে সোনালী ব্যাংকে ঘুরতেছি বয়স্ক ভাতার টাকার জন্য। ব্যাংক কর্তৃপক্ষ আজ-কাল করে সময় ক্ষেপন করছে।

উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ সরকার বলেন, মরজিনা একটি লিখিত দরখাস্ত পেয়েছি। সেটি সোনালী ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে ফরওয়ার্ড করেছি তাদের বরাবরে।

ম্যানেজার বলেছে বিষয়টি তারা দেখবেন।

তবে ব্যাংকের হিসাব নম্বর থেকে একাউন্টের মালিকের অনুপস্থিতিতে টাকা উত্তোলন নিয়ে বেশ আলোচনার জন্ম নিয়েছে এলাকায়। স্থানীয়রা বলছে, ব্যাংক হচ্ছে টাকা লেনদেনের নিরাপদ স্থান। সেখানে যদি এ ধরনের ঘটনা ঘটে। তাহলে মানুষ ব্যাংকের প্রতি আস্থা হারাবে।

এবিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংক বালিয়াডাঙ্গী শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম জানান, অনেক সময় ভুল করে অন্য একাউন্টে ডেবিট হয়ে যায়। আমরা বিষয়টি আন্তরিকতার সহিত দেখছি।


গুলি ছুড়ে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি

জানা গেল আসল রহস্য, ১৩-১৪ বছরের দুই বোনের সঙ্গেই শরীরিক মেলামেশা ছিল তার

আবাহনীকে ৪-১ গোলে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

৬৬ নারীকে ধর্ষণ


news24bd.tv / কামরুল