স্বর্ণের দাম কমতে পারে

স্বর্ণের দাম কমতে পারে

অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে স্বর্ণের দাম টানা কমতে থাকলেও দেশের বাজারে এর প্রভাব পড়েনি। তবে খুব শীঘ্রই দেশের বাজারে স্বর্ণের দাম কমতে পারে বলে জানা গেছে।  

টানা দুই সপ্তাহ বিশ্ববাজারে কমছে সোনার দাম। ধারাবাহিক দরপতনে সোনার দাম গত আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

২৭ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২ দশমিক ৩৯ শতাংশ কমে প্রতি আউন্স হয়েছে ১৭৩৩ ডলার, যা গত বছরের জুনের পর সর্বনিম্ন।

সব সময় বিশ্ববাজারে দাম উত্থান-পতনের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে থাকে দেশের জুয়েলারি ব্যবসায়ীরা। তবে বিশ্ববাজারে টানা দরপতন হলেও দেশের বাজারে গত দেড় মাসে সোনার দাম কমানো হয়নি।


ইয়াবার টাকা না পেয়ে কাঁচি দিয়ে মাকে হত্যা

৯৯৯ এ ফোন এক ঘন্টায় চোরাই মোটরসাইকেল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উধাও

আল্লাহর কাছে যে তিনটি কাজ বেশি প্রিয়


এর আগে ১২ জানুয়া‌রি দেশের বাজারে সোনার দাম ভরি প্রতি প্রায় ২ হাজার টাকা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুসের কার্যনির্বাহী কমিটি।

যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়। ওই নির্ধারিত দাম অনুযায়ী এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৭২ হাজার ৬৬৭ টাকা।

২১ ক্যারেটের সোনা ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫০ হাজার ৪৪৭ টাকায় বিক্রি হচ্ছে।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা।

স্বর্ণের দাম বাড়ার কারণে মানুষ কেনার চেয়ে বেশি বিক্রি করছে বলে জানায় স্বর্ণ ব্যবসায়ীরা। স্বর্ণের দাম কমলে বিক্রি বাড়তে পারে বলে ধারণা করছে ব্যবসায়ীরা।  

 news24bd.tv/আয়শা

এই রকম আরও টপিক