সংসদ ভেঙে নির্বাচন পরামর্শ দেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর!

সংসদ ভেঙে নির্বাচন পরামর্শ দেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর!

অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সংসদ ভেঙে নির্বাচন দিতে রাজাকে পরামর্শ দেয়া হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দীন ইয়াসিন।  

আজ (১ মার্চ) ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তিতে ‘সেতাহিন মালয়েশিয়া প্রিহাতিন’ অনুষ্ঠানে রাখা এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশটির জনপ্রিয় অনলাইন ‘দ্য স্টার’ এ খবর প্রকাশ করেছে।

মালয়েশিয়া প্রধানমন্ত্রী বলেন, ‘ইয়াং ডি পারতুয়ান আগং’কে সংসদ ভেঙে নির্বাচন দেয়ার পরামর্শ দেয়া হবে।

ক্ষমতাসীন পারিকাতান ন্যাশনাল ক্ষমতায় আসবে কি না সে সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ তাদের নেতৃত্ব নির্বাচনে সম্পূর্ণ স্বাধীন এবং এটাই গণতন্ত্র’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন।


প্রেস ক্লাবের সামনে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ ঘটনায় মামলা

মাদক মামলা থেকেও ইরফান সেলিমকে অব্যহতি

ইয়াবার টাকা না পেয়ে কাঁচি দিয়ে মাকে হত্যা

৯৯৯ এ ফোন এক ঘন্টায় চোরাই মোটরসাইকেল উদ্ধার


তিনি বলেন, দেশকে স্বাস্থ্য ও অর্থনীতিক সঙ্কট থেকে মুক্ত করাই সরকারের মূল লক্ষ্য। আর এই দুর্যোগের সময় দায়িত্ব ও কর্তব্য সঠিক ও সর্বোত্তমভাবে পালনের জন্য সহকর্মী ও ক্যাবিনেটের সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

news24bd.tv / কামরুল