আবারও মামলা সু চির বিরুদ্ধে

আবারও মামলা সু চির বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি সহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়। সে সময় সু চির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। আজ সোমবার আবারও নতুন করে আরেকটি মামলা করা হল সু চির নামে।

স্থানীয় একটি আদালতে তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সু চির পক্ষের এক আইনজীবী।

খবর রয়টার্সের।

এদিকে মিয়ানমারে সামরিক সরকারের  বিরুদ্ধে বিক্ষোভ চলছেই। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত ১৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার পরও বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালিয়েই যাচ্ছে মিয়ানমারের সামরিক সরকার।


প্রেস ক্লাবের সামনে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ ঘটনায় মামলা

মাদক মামলা থেকেও ইরফান সেলিমকে অব্যহতি

ইয়াবার টাকা না পেয়ে কাঁচি দিয়ে মাকে হত্যা

৯৯৯ এ ফোন এক ঘন্টায় চোরাই মোটরসাইকেল উদ্ধার


এর আগে তার বিরুদ্ধে আমদানি-রফতানি আইন ভঙ্গ এবং অবৈধভাবে যোগাযোগ ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়েছিল। সে সময় আদালতে সু চির বিরুদ্ধে আনা অভিযোগপত্রে বলা হয় যে, তিনি যোগাযোগ সরঞ্জাম- ওয়াকিটকি অবৈধভাবে আমদানি ও ব্যবহার করেছেন, যা তার নেপিদোর বাড়িতেই পাওয়া গেছে।

পরবর্তীতে করোনাভাইরাস বিষয়ক প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক