জীবন যুদ্ধে হেরে গেলেন অগ্নিদগ্ধ সিঙ্গাপুরপ্রবাসী

জীবন যুদ্ধে হেরে গেলেন অগ্নিদগ্ধ সিঙ্গাপুরপ্রবাসী

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আনিসুজ্জামান (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার নিজ কর্মস্থলে অগ্নিদগ্ধ হন এ প্রবাসী। পরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে একদিন পরই মারা যান তিনি। গত বুধবার দুপুরে কারখানায় কাজ করার সময় অগ্নিদগ্ধ হন তিনি।

এরপর হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তার। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অহিদ হাওলাদারের ছেলে আনিসুজ্জামান বলে জানা গেছে।


গুপ্তচরবৃত্তির ইসরাইলি জাহাজে ইরানের হামলা!

ওটিটি প্ল্যাটফর্মেও ডাবল ব্লকবাস্টার দৃশ্যম টু!

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মুখোমুখি অবস্থানে পাক-ভারত!

অপো নতুন ফোনে থাকছে ১২ জিবি র‌্যাম


 

ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তার বাবা অহিদ হাওলাদার বলেন, ‘আমার ছেলের মরদেহ কবে ফিরবে তা জানি না। তবে মেয়ের জামাতা সেখান থেকে আনিসের মরদেহ দেশে নিয়ে আসার জন্য চেষ্টা করছে।

news24bd.tv/আলী