তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী

তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক

পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার বিকেলে কলকাতার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি-র পতাকা তুলে দিলেন অভিনেত্রীর হাতে। দিলীপ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত, কৈলাস বিজয়বর্গীয়। এ সময় তার পরনে ছিলো পদ্মফুলের উত্তরীয়।

news24bd.tv

দিন কয়েক আগেই বিজেপি-তে নাম লিখিয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার। তৃণমূলের সমর্থক হয়েও বিজেপি-তে আসার সিদ্ধান্ত নেয়ার কারণ জানতে চাইলে শ্রাবন্তী জানান, অনেকেই তৃণমূলের সমর্থক ছিলেন। কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার বিজেপি-তে গিয়েছেন। আমারও মনে হয়েছিল, রাজ্যের মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হলে এই দলেই যোগ দিতে হবে।


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

পরবর্তী নির্বাচনে আবারও অংশ নিবেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যানে হতাশ যুক্তরাষ্ট্র

খাশোগি হত্যাকান্ড: রহস্যজনকভাবে বদলে গেল প্রতিবেদনে অভিযুক্তের নাম


তিনি বলেন, বরাবর সমাজসেবামূলক কাজ করেছেন। এ বার বিজেপি-র আদর্শে মানুষের পাশে দাঁড়াবেন তিনি।

শ্রাবন্তী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক মতাদর্শে তিনি মুগ্ধ। প্রধানমন্ত্রীর জন্যই দলে যোগ দিয়েছেন। মানুষ তাকে বরাবর ভালবেসেছে। তার ধারণা, সেই ভালবাসার জোরেই আসন্ন নির্বাচনে তিনি মানুষের আরও কাছে পৌঁছে যাবেন।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক