সম্মাননা বর্জন করে অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন মুক্তিযোদ্ধা

সম্মাননা বর্জন করে অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক

রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলো ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদ ও রাষ্ট্রচিন্তা নামের কয়েকটি সংগঠন।  

অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক, রাষ্ট্রচিন্তার হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


পুলিশকে কেন প্রতিপক্ষ বানানো হয়, প্রশ্ন আইজিপির

আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

বিমা খাতে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে আরও প্রচার প্রয়োজন: প্রধানমন্ত্রী

পোশাক খাতে ভিয়েতনামকে পেছনে ফেললো বাংলাদেশ


অতিথিদের বক্তব্য শেষে বীর মুক্তিযোদ্ধদের সম্মানা স্মারক দেওয়া হচ্ছিলো। অনুষ্ঠানে ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়।

এ সময় একজন মুক্তিযোদ্ধা সম্মাননা গ্রহণের জন্য স্টেজে ওঠার ডাক পেলে তিনি মাইক্রোফোনে অভিযোগ করেন, ‘যে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে স্লোগান একবারও উচ্চারণ হয়নি এবং যাঁর ডাকে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই বঙ্গবন্ধুর নামও একবার নেওয়া হয়নি। ’ 

তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সম্মাননা বর্জন করেন। এ সময় অনুষ্ঠানে আসা অন্যরা হইহই করে তাঁর কথার প্রতিবাদ জানান। তিনি এরপর অনুষ্ঠান ত্যাগ করে চলে যান।

news24bd.tv নাজিম