প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোর করে সরকারি ভবনে ঢুকে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোর করে সরকারি ভবনে ঢুকে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে রাজধানীর একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। আজ সোমবার দেশটির রাজধানী ইয়েরেভানে বিক্ষোভকারীরা জোর করেই একটি সরকারি ভবনে ঢুকে পড়ে বলে জানিয়েছে আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, মেগাফোন হাতে কয়েকজন বিক্ষোভকারী ভবনে ঢুকে পড়লেও পুলিশ তখন দাঁড়িয়ে থেকে কিছুই করেনি।

কারাবাখ যুদ্ধে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের জন্য পাশিনিয়ান সরকারকে দায়ী করে আসছে বিক্ষোভকারীরা।

এ সময় তাদের নিকোল তুমি বিশ্বাসঘাতক, নিকোল তুমি সরে যাও ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।  


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

পরবর্তী নির্বাচনে আবারও অংশ নিবেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যানে হতাশ যুক্তরাষ্ট্র

খাশোগি হত্যাকান্ড: রহস্যজনকভাবে বদলে গেল প্রতিবেদনে অভিযুক্তের নাম


গত বছর নাগার্নো-কারাবাখে আজারবাইজানের কাছে পরাজয়ের পর থেকেই আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। তবে এই আন্দোলন সম্প্রতি জোরদার হয়েছে। দেশটির সেনাবাহিনীও পাশিনিয়ান সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে।

news24bd.tv / নকিব