প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্যাংককে ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা এবং তার সরকারের পদত্যাগের দাবিতে রোববার ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে।

রোববার  মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ রবার বুলেট, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ও জলকামান থেকে পানি ছুড়ে তাদের গতিরোধ করার চেষ্টা করে।  


পুলিশকে কেন প্রতিপক্ষ বানানো হয়, প্রশ্ন আইজিপির

আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

বিমা খাতে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে আরও প্রচার প্রয়োজন: প্রধানমন্ত্রী

পোশাক খাতে ভিয়েতনামকে পেছনে ফেললো বাংলাদেশ


গেল বছর প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে থাইল্যান্ডের তরুণদের নেতৃত্বাধীন রাজনৈতিক আন্দোলন বেগবান হয়ে ওঠে।

এসময় প্রতিবাদকারীরা মিয়ানমারের অভ্যুত্থান বিরোধীদের প্রতিও সমর্থন জানান।   

news24bd.tv নাজিম