কর্তৃপক্ষের কাছে চিঠিটি এলো কোত্থেকে?

কর্তৃপক্ষের কাছে চিঠিটি এলো কোত্থেকে?

অনলাইন ডেস্ক

অনেক দিন পর সামিয়া রহমান সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তার বক্তব্যের একটি পয়েন্টের প্রতি আমার প্রবল আগ্রহ তৈরি হয়েছে।

সামিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ভিত্তি ছিলো ইউনিভার্সিটি অব শিকাগো প্রেসের লিখিত অভিযোগ। সামিয়ার দাবি শিকাগো জার্নালের এডিটর তাঁকে বলেছেন- তারা এই ধরনের কোনো চিঠি পাঠাননি।

তা হলে ইউনিভার্সিটি অব শিকাগো প্রেসের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠিটি এলো কোত্থেকে? এ বিষয়টি পরিষ্কার হওয়া দরকার।

আরও পড়ুনঃ


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

পরবর্তী নির্বাচনে আবারও অংশ নিবেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যানে হতাশ যুক্তরাষ্ট্র

খাশোগি হত্যাকান্ড: রহস্যজনকভাবে বদলে গেল প্রতিবেদনে অভিযুক্তের নাম


বিশ্ববিদ্যালয়ের দেয়া শাস্তি মাথায় নিয়ে সামিয়া সংবাদ সম্মেলন করেছেন। নতুন করে কোন ভুল বা মিথ্যা তথ্য উপস্থাপনের পরিণতি সম্পর্কে তিনি জানেন। সামিয়া সঠিক বলে থাকলে প্রশ্ন ওঠা স্বাভাবিক- ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কি সত্যিই শিকাগো ইউনিভার্সিটির কোনো চিঠি ছিলো? থেকে থাকলে সেটি সত্যি শিকাগো ইউনিভার্সিটির পাঠানো কীনা সে ব্যাপারে কি বিশ্ববিদ্যালয় কোনো খোঁজ খবর করেছিলো?

শিকাগো জার্নালের চিঠিটির অস্তিত্ব সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজেদের অবস্থান পরিষ্কার করা দরকার।

(ফেসবুক থেকে)

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv / নকিব