ম্যাচে কর্মকর্তাদের হাতাহাতি, মোহামেডান-চট্টগ্রাম আবাহনীকে জরিমানা

ম্যাচে কর্মকর্তাদের হাতাহাতি, মোহামেডান-চট্টগ্রাম আবাহনীকে জরিমানা

অনলাইন ডেস্ক

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও চট্টগ্রাম আবাহনীর দুই কর্মকর্তাকে নিষিদ্ধ ও দুই ক্লাবকে আর্থিক জরিমানা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

এর আগে নিজেদের মুখোমুখি ম্যাচে রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে লাল কার্ড দেখেছিল তারা।

গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান ম্যাচের ৬২ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ ও মোহামেডান দলের প্রধান প্রশিক্ষক শেন লিন বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

এ সময়ে মোহামেডান-এর দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স ও চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

রেফারি তখন দুইজনকেই লাল কার্ড দেখিয়ে ডাগআউট থেকে বের করে দেন।


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

পরবর্তী নির্বাচনে আবারও অংশ নিবেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যানে হতাশ যুক্তরাষ্ট্র

খাশোগি হত্যাকান্ড: রহস্যজনকভাবে বদলে গেল প্রতিবেদনে অভিযুক্তের নাম


আজ সোমবার সভায় বসেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। এই সভায় মোহামেডান কোচকে সতর্ক করা হয় এবং আবু হাসান চৌধুরী প্রিন্সকে ক্লাবের পরবর্তী ৩ ম্যাচে নিষিদ্ধ এবং মোহামেডানকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

এছাড়া আরমান আজিজকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

চট্টগ্রাম আবাহনীকে জরিমানা করা হয়েছে ২৫ হাজার টাকা।

news24bd.tv / নকিব