ভ্যাকসিনে আগ্রহী নয় চরাঞ্চলের মানুষ

Other

ভ্যাকসিনে আগ্রহী নয় কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ। এমনকি ভ্যাকসিন নিতে টাকা লাগবে কিনা, তা-ও জানা নেই অনেকের। রয়েছে ভ্রান্ত ধারণাও, অনেকে মনে করেন, চরে করোনার প্রকোপ নেই। জনপ্রতিনিধরা এসব মানুষকে টিকার আওতায় আনতে ভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

যদিও জেলা সিভিল সার্জন টিকা কার্যক্রম জোরদারে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন।

নদী বেষ্টিত প্রত্যন্ত এলাকা। উন্নয়নের ছোঁয়া নেই বললেই চলে। কুড়িগ্রামের এসব চরের মানুষ শতভাগ কৃষিজীবী।

এখানে চিকিৎসা সেবাও অপ্রতুল। গ্রামের মানুষের ধারণা চরগুলোয় করোনার বিস্তার কম। এছাড়া টিকা নিলে জটিলতা তৈরি হতে পারে। এমনই সব ভ্রান্ত ধারণায় টিকা নিতে আগ্রহী নন মানুষ।

ভ্যাকসিন নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও অবগত নন এসব কৃষিজীবী।


রাঙামাটিতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

৭৫০ মে.টন কয়লা নিয়ে জাহাজ ডুবি, শুরু হয়নি উদ্ধার কাজ

মোবাইলে পরিচয়, দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক


জনপ্রতিনিধিরা বলছেন, দারিদ্র পীড়িত এলাকার মানুষ দূরের স্বাস্থ্যকেন্দ্রে যেতে আগ্রহী নন। এজন্য ভিন্ন পদক্ষেপ গ্রহণ জরুরি।

টিকা কার্যক্রম সফল করতে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কুড়িগ্রামের সিভিল সার্জন।

কুড়িগ্রামের ১৬টি নদ-নদীতে ৫ শতাধিক চর রয়েছে। এসব চরে ৫ লাখের বেশি মানুষ বসবাস করে।

news24bd.tv তৌহিদ