করোনায় মারা গেলেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু এবং বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি
গোপনে ভ্যাকসিন নিয়ে হোয়াইট হাউস ছেড়েছেন ট্রাম্প-মেলানিয়া!
অনলাইন ডেস্ক
হোয়াইট হাউস ছাড়ার আগেই করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সোমবার তার এক উপদেষ্টা এই তথ্য নিশ্চিত করেছেন।
ওই উপদেষ্টা জানিয়েছেন, জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগেই ট্রাম্প এবং মেলানিয়া করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।
হোয়াইট হাউস ছাড়ার পর স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে প্রত্যেকের ভ্যাকসিন নেয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে ৫ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান
পরবর্তী নির্বাচনে আবারও অংশ নিবেন ডোনাল্ড ট্রাম্প
ইরানের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যানে হতাশ যুক্তরাষ্ট্র
খাশোগি হত্যাকান্ড: রহস্যজনকভাবে বদলে গেল প্রতিবেদনে অভিযুক্তের নাম
এদিকে, ট্রাম্পের অনেক সমর্থকই ভ্যাকসিন গ্রহণের বিষয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন। গত বছরের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী এবং ছেলে করোনায় আক্রান্ত হন। ট্রাম্পকে তিনদিন হাসপাতালে কাটাতে হয়েছে।
তবে ট্রাম্প গোপনে কেন ভ্যাকসিন দিলেন বা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানালেন না কেন সেটাই প্রশ্ন রয়ে গেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকেও এর আগে ট্রাম্পের ভ্যাকসিন নেয়ার খবর প্রকাশ করা হয়নি।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য