নেত্রকোনায় জাতীয় ভোটার দিবস পালিত

নেত্রকোনায় জাতীয় ভোটার দিবস পালিত

Other

"বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয় " এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় ভোটার দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  


নাইজেরিয়ায় হিজাব বিতর্ক: মুসলিম ছাত্রীদের পক্ষে রায়

‘জন্মের সময় মা-বাবা খুশি ছিলেন না, সুন্দরী বলেই মেনে নিয়েছে’

ভাঙা লেবানন বিএনপি আবারও জোড়া লাগলো

উচ্চ বেতনে পাওয়ার গ্রিড কোম্পানিতে চাকরির সুযোগ


এসময় রঙিন বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ইদি আমিন সহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা।

এ ছাড়াও সাধারণ ভোটার সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দিবসটির কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় নির্বাচন অফিসার জানান, দেশব্যাপী নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে নেত্রকোনায়ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয়বারের মতো দিবসটি পালিত হচ্ছে।

news24bd.tv আয়শা