দল পাল্টানোর কারণ জানালেন শ্রাবন্তী

দল পাল্টানোর কারণ জানালেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী সোমবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়ের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তিনি। এই দুই নেতা শ্রাবন্তীর হাতে পদ্মপতাকা তুলে দেন।

শ্রাবন্তীর তৃণমূল ছেড়ে হঠাৎ বিজেপিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।

তার স্বামী রোশানও এই সিদ্ধান্তে অবাক হয়েছেন, যদিও তিনি স্ত্রীকে শুভকামনা জানিয়েছেন।

তবে শ্রাবন্তী কেন হঠাৎ বিজেপিতে গেলেন, এই প্রশ্নের জবাবও দিয়েছেন এই অভিনেত্রী।

শ্রাবন্তী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করেন তিনি। তার কাজে অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত।

পশ্চিমবঙ্গের আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন অভিনেত্রী।  

শ্রাবন্তী সাংবাদিকদের বলেন, 'আমার নতুন পথচলা শুরু হল। এতদিন সিলভারস্ক্রিনে দেখেছেন সবাই। সবার ভালোবাসার মেয়ে হয়ে উঠেছি। যারা আমায় ভালোবাসেন, এবার তাদের জন্য কিছু করব। মোদিজিকে অনুসরণ করি। তার প্রত্যেকটা বক্তব্য শুনে খুব ভালো লাগে। আমিও তার হাত ধরে পাশে থেকে দেশের জন্য কিছু করতে চাই।


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

পরবর্তী নির্বাচনে আবারও অংশ নিবেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যানে হতাশ যুক্তরাষ্ট্র

খাশোগি হত্যাকান্ড: রহস্যজনকভাবে বদলে গেল প্রতিবেদনে অভিযুক্তের নাম


দেশসেবার জন্যই রাজনীতিতে এমনটি উল্লেখ করে শ্রাবন্তী জানান, বাবা সেনা অফিসার ছিলেন। বলতেন, শুধু রাজ্য নয়, দেশের জন্য তো তোকে কিছু করতে হবে। ছোটবেলা থেকে বাবার শিক্ষাই পেয়েছি। আপনাদের সমর্থন চাই। '  
ভারতের রাজনীতিতে সেলিব্রেটিদের দাপট নতুন নয়। গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে ক্রীড়াঙ্গন ও ফিল্মের তারকারা রাজনীতিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন নিয়ে এমপি-মন্ত্রীও হয়েছেন। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সেই খেলা আবারও শুরু হয়েছে। চলচ্চিত্রাঙ্গনের জনপ্রিয় তারকাদের দলে ভেড়াচ্ছে বিজিপি, তৃণমূল ও কংগ্রেস।  

news24bd.tv / নকিব