নেত্রকোনায় জাতীয় ভোটার দিবস পালিত

নেত্রকোনায় জাতীয় ভোটার দিবস পালিত

Other

"বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয় " এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় ভোটার  দিবস ২০২১ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় রঙিন বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ইদি আমিন সহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা।

এ ছাড়াও সাধারণ ভোটার সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দিবসটির কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

পরবর্তী নির্বাচনে আবারও অংশ নিবেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যানে হতাশ যুক্তরাষ্ট্র

খাশোগি হত্যাকান্ড: রহস্যজনকভাবে বদলে গেল প্রতিবেদনে অভিযুক্তের নাম


এ সময় নির্বাচন অফিসার জানান, দেশব্যাপী নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে নেত্রকোনায়ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

news24bd.tv / নকিব