কুয়েতে দিনার ছিটিয়ে ‘অশ্লীল নাচ’, ৪ বাংলাদেশিকে খুঁজছে দূতাবাস

কুয়েতে দিনার ছিটিয়ে ‘অশ্লীল নাচ’, ৪ বাংলাদেশিকে খুঁজছে দূতাবাস

অনলাইন ডেস্ক

সম্প্রতি কুয়েতে মুদ্রা (দিনার) ছিটিয়ে চারজন বাংলাদেশি নাগরিকের অশ্লীল নৃত্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি নিয়ে প্রবাসীদের সতর্ক বার্তা দিয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুধু তাই নয় ওই চার প্রবাসী বাংলাদেশিকে খুঁজছে দূতাবাস।

আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই চার বাংলাদেশির সন্ধান চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েতে প্রবাসী সকল বাংলাদেশির অবগতির জন্য জানানো যাচ্ছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারজন বাংলাদেশিকে কুয়েতি দিনার ছিটিয়ে অশ্লীল নৃত্য করতে দেখা যায়। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।


গুপ্তচরবৃত্তির ইসরাইলি জাহাজে ইরানের হামলা!

ওটিটি প্ল্যাটফর্মেও ডাবল ব্লকবাস্টার দৃশ্যম টু!

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মুখোমুখি অবস্থানে পাক-ভারত!

অপো নতুন ফোনে থাকছে ১২ জিবি র‌্যাম


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ভিডিও’র সঙ্গে জড়িতদের ঠিকানা-পরিচয়-মোবাইল নম্বর জানা থাকলে দ্রুত বাংলাদেশ দূতাবাসকে (কুয়েত) জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

একই সঙ্গে প্রবাসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকা এবং স্থানীয় আইন কানুন মেনে চলার জন্য কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের কঠোর নির্দেশনা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞপ্তিটি সবার জন্য প্রকাশ করা হয়েছে।

news24bd.tv নাজিম