রেকর্ড দামে চার্চিলের আঁকা ছবি বেচলেন অ্যাঞ্জেলিনা জোলি

রেকর্ড দামে চার্চিলের আঁকা ছবি বেচলেন অ্যাঞ্জেলিনা জোলি

অনলাইন ডেস্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছ থেকে তার আঁকা একটি ছবি উপহার পান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। কালের পরিক্রমায় এটি জায়গা করে নেয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সংগ্রহে।

গতকাল সোমবার (১ মার্চ, ২০২১) সেই ছবিই নিলামে বিক্রি হলো ৮.৩ মিলিয়ন ইউরোতে (প্রায় ৮৪ কোটি ৬৪ লাখ টাকা)। এটি চার্চিলের আঁকা ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হল।

ছবিটির নাম টাওয়ার অফ কুতুবিয়া মস্ক। এটি অ্যাঞ্জেলিনা জোলির পারিবারিক সংগ্রহে ছিলো। ছবিটির বিষয়বস্তু মরক্কোর সূর্যাস্ত নিয়ে, যা ছিলো ছবি আঁকার জন্য চার্চিলের অন্যতম পছন্দের বিষয়।


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

পরবর্তী নির্বাচনে আবারও অংশ নিবেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যানে হতাশ যুক্তরাষ্ট্র

খাশোগি হত্যাকান্ড: রহস্যজনকভাবে বদলে গেল প্রতিবেদনে অভিযুক্তের নাম


এর আগে ২০১৪ সালে লন্ডনে চার্চিলের আঁকা ছবিগুলোর মধ্যে সবচেয়ে দামি ছবিটি বিক্রি হয় ১.৭ মিলিয়ন ইউরোতে।

সূত্রের তথ্যমতে, চার্চিলের এই ছবিটি ২০১১ সালে অ্যাঞ্জেলিনা জোলিকে উপহার দেয়ার জন্য কিনেছিলেন ব্র্যাড পিট। ২০১৬ সালে বিবাহের দুই বছরে তারা আলাদা হয়ে যান।

news24bd.tv / নকিব