চমেকে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

চমেকে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের হাসপাতালের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে দুই পক্ষই ছাত্রাবাসের বেশ কয়েকটি রুম ভাংচুর করে। ঘটনার পর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বিকাল তিনটায় মেডিক্যাল কলেজের প্রধান ছাত্রবাসে ছাত্রলীগের দুটি পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রাবাসের ভিতরে মারামারিতে লিপ্ত হয় তারা। সংঘর্ষ চলাকালীন অবস্থায় ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ও ভাংচুর করা হয়।

এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী ও সাবেক মেয়র আ জ ম নাছিরের অনুসারীরা এক অপরের বেশ কয়েকটি রুম ভাংচুর করে। ছাত্রাবাসের জিনিসপত্র, বই, চেয়ার বাইরে পরে থাকতে দেখা যায়।

এছাড়া দুটি পক্ষই পাল্টাপাল্টি শ্লোগান দিতে থাকে। এ সময় একে-অপরের বিরুদ্ধে দোষারোপ করেন দুটি পক্ষই।  

এ সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক এসে দুটি পক্ষের সাথে কথা বলে নিবৃত্ত করার চেষ্টা করলে ও শেষ পর্যন্ত কোন পক্ষই সমাধানে আসেনি।


রাজশাহীতে চলছে বিএনপির মহাসমাবেশ

করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু

বিমানের মধ্যেই মৃত্যু, পাকিস্তানে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

কুয়েতে দিনার ছিটিয়ে ‘অশ্লীল নাচ’, ৪ বাংলাদেশিকে খুঁজছে দূতাবাস


যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া  হবে বলে জানিয়েছেন পুলিশ।

ঘটনার পর পরই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। পুরো ছাত্রাবাস,  এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

news24bd.tv নাজিম