কোথাও সুষ্ঠু ভোট নেই কথাটি নিয়ে  আপত্তি নির্বাচন কমিশনারের

কোথাও সুষ্ঠু ভোট নেই কথাটি নিয়ে আপত্তি নির্বাচন কমিশনারের

অনলাইন ডেস্ক

ভোটার আছে, ভোটার দিবস আছে, সুষ্ঠু ভোট নেই কথাটা কি সার্বিকভাবে গ্রহণযোগ্য সেই প্রশ্ন রেখে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, সুষ্ঠু ভোট হওয়ার বিষয়টিও স্বীকৃতিতে আসা উচিত।

মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

কবিতা খানম বলেন, সকালে উঠেই একটি পত্রিকার শিরোনামে মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমি মনে করি, সুষ্ঠু ভোট হওয়ার বিষয়টিও স্বীকৃতিতে আসা আবশ্যক।

তা না হলে ভুল মেসেজ যায় জাতির কাছে।

যাদের বয়স ১৮ হয়েছে তাদের সবাইকে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার আহ্বান জানান কবিতা খানম।  

এদিকে আজ মঙ্গলবার ভোটার দিবসের অনুষ্ঠানে ভোট নিয়ে বির্তকে জড়ান সিইসি কেএম নুরুল হুদা ও কমিশনার মাহবুব তালুকদার। মাহবুব তালুকদার বলেন, স্থানীয় পর্যায়ে এক কেন্দ্রিক অনিয়মের নির্বাচনের ফলে কমিশনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জবাবে সিইসি বলেন, মাহবুব তালুকদার একটি বিশেষ গোষ্ঠী ও ব্যক্তি স্বার্থের জন্য প্রতিনিয়ত কমিশনকে অপদস্ত করছেন।


গুপ্তচরবৃত্তির ইসরাইলি জাহাজে ইরানের হামলা!

ওটিটি প্ল্যাটফর্মেও ডাবল ব্লকবাস্টার দৃশ্যম টু!

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মুখোমুখি অবস্থানে পাক-ভারত!

অপো নতুন ফোনে থাকছে ১২ জিবি র‌্যাম


ভোটের মাঠে ভোটার সংখ্যা নিয়ে যখন সব মহলে নানা আলোচনা আর হতাশা তখন ঘটা করে ভোটার দিবস পালনের আয়োজন করে নির্বাচন কমিশন।

বর্ণিল আয়োজনে দিবসের কার্যক্রম সূচনা করে আলোচনায় সভায় যোগ দেন সিইসি, কমিশনার, সচিব ও মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা। সেখানে ভোটার দিবস নিয়ে নানা বক্তব্য দেন কমিশনের কর্মকর্তা ও তিন কমিশনার।

কিন্তু বির্তকের সূচনা হয় মাহবুব তালকুদারের বক্তব্যে। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে অনিয়মের মডেল তৈরি হয়েছে, ভেঙে পড়েছে নির্বাচনী ব্যবস্থা।

এমন বক্তব্যের পাল্টা জবাব দেন সিইসি কেএম নুরুল হুদা। তিনি  বলেন, অভ্যাসগতভাবে মাহবুব তালুকদার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সমালোচনার আগে কমিশনার হিসাবে তাকে নিজের দায়িত্ব পালনেরও পরামর্শ দেন সিইসি।

দুই শীর্ষ কর্মকর্তার বির্তকে অস্বস্তিতে পড়েন কমিশনের কর্মকর্তারা।

news24bd.tv/আলী