উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করে তারা।

পরে ছাত্রলীগ নেতারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশের মত উন্নতদেশের লক্ষমাত্রাও অর্জন করবে বাংলাদেশ। নাঈম আল জিকোর প্রকিবেদন।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভে আনন্দ মিছিল করতে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়েল মধুর ক্যান্টিনের সামনে জড়ো হতে থাকেন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পরে, ঢা্কা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করে তারা। মিছিলে অংশ নেয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মিরাও।


রাজশাহীতে চলছে বিএনপির মহাসমাবেশ

করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু

বিমানের মধ্যেই মৃত্যু, পাকিস্তানে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

কুয়েতে দিনার ছিটিয়ে ‘অশ্লীল নাচ’, ৪ বাংলাদেশিকে খুঁজছে দূতাবাস


পরে রাজুভাস্কর্যের সামনে সমাবেশ করেন তারা।

এসময় ছাত্র নেতারা বলেন, সব ধাপ পেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।

উন্নয়নের এই ধারাবাহিকতাকে সচল রাখাকে বামপন্থি ছাত্র সংগঠন গুলোকে সরকার বিরোধী আন্দোলন থেকে সরে আসার আহবানও জানায় ছাত্রলীগ।

news24bd.tv নাজিম