সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, বিপুল গোলাবারুদ উদ্ধার

সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, বিপুল গোলাবারুদ উদ্ধার

অনলাইন ডেস্ক

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়েছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যা থেকে জাতীয় উদ্যানের প্রায় ১ কিলোমিটার ভেতরে গহীন জঙ্গলে এ অভিযান শুরু করা হয়।  

৫৫ বিজিবি’র কোম্পানী কমান্ডার লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরীর নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে গহীন জঙ্গলে বিপুল পরিমাণ গোলাবারুদের সন্ধান পাওয়া গেছে বলে জানা যায়।

এর আগে কয়েকদফা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

আরও পড়ুন:


দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না?

নামাজের ভিতরের ৭টি ফরজ কাজ জেনে নিন

মেয়েকে কখনো নিজ বাড়িতে, কখনো ঢাকা-চট্টগ্রামে যৌন কাজে পাঠাতেন মা

কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম আর নেই


প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭/৮টি গাড়িতে করে বিজিবি’র একটি দল বিকেলে সাতছড়ি জাতীয় উদ্যানে অবস্থান নেয়। তারা সন্ধ্যার পর উদ্যানের প্রধান সড়ক থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে গহীন জঙ্গলে প্রবেশ করে।

৫৫ বিজিবি’র কোম্পানী কমান্ডার লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী জানান, গহীন জঙ্গলে গোলাবারুদ রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

বিপুল পরিমাণ গোলাবারুদের সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে বুধবার (৩ মার্চ) সাতছড়ি জাতীয় উদ্যানে সংবাদ সম্মেলন করা হবে।

news24bd.tv আহমেদ