আবারও ইকো ট্রেন চলবে ইরান-তুরস্ক-পাকিস্তানে

আবারও ইকো ট্রেন চলবে ইরান-তুরস্ক-পাকিস্তানে

অনলাইন ডেস্ক

ফের চালু হচ্ছে ইকো ট্রেন। আগামী ৪ মার্চ থেকে পণ্যবাহী এ ট্রেন তুরস্ক, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাকিস্তানের মধ্যে চলাচল করবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অর্থ ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আবদুর রাজ্জাক দাউদ গতকাল মঙ্গলবার এসব তথ্য জানান।

ইকো ট্রেন নতুন করে চালু হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, ৯ বছর পর মালবাহী ট্রেন চালু হতে যাচ্ছে।

এই ট্রেনে একদিক থেকে সফর শেষ করে গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ১২ দিন এবং একটি ট্রেনে ৭৫০ টন পণ্য পরিবহন করা যাবে। তিন দেশের মধ্যে ইকো ট্রেন চালু মূলত বন্ধুত্বের নিদর্শন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন:


সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, বিপুল গোলাবারুদ উদ্ধার

দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না?

নামাজের ভিতরের ৭টি ফরজ কাজ জেনে নিন

মেয়েকে কখনো নিজ বাড়িতে, কখনো ঢাকা-চট্টগ্রামে যৌন কাজে পাঠাতেন মা


পাক প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরো বলেন, ইরান, পাকিস্তান ও তুরস্কের মধ্যে পণ্য পরিবহনের বিষয় নিয়ে অনেক কাজ বাকি; অনেক পথ পাড়ি দিতে হবে। ট্রেন চালু করার জন্য আমি সিনেটর ও রেলমন্ত্রী আযম স্বাতিকে অভিনন্দন জানাই।

আমি আমাদের রপ্তানিকারকদের বিকল্প এই পথের লাভ তুলে নিতে আহ্বান জানাব। ”

news24bd.tv আহমেদ