ভারতের সাথে সমন্বিত অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ

ভারতের সাথে সমন্বিত অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ

Other

কোভিড পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সাথে সমন্বিত অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আসন্ন সফরে এ বিষয়ে চূড়ান্ত রুপরেখা তৈরি হবে বলে আভাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিবেশীর সাথে বাংলাদেশের এমন উদ্যোগে চীন বা কারোর-ই উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

news24bd.tv

চলতি মাসে মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর সফরসূচি চূড়ান্ত করতে কাল বৃহস্প্রতিবার ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কর।


কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন তুরস্কের, ভারতের ক্ষোভ

আবারও ইকো ট্রেন চলবে ইরান-তুরস্ক-পাকিস্তানে

সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, বিপুল গোলাবারুদ উদ্ধার

দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না?


তবে শুধু সফরসূচি না ওই দিন দুপুরে ঢাকা-দিল্লি বৈঠকে উঠবে আরো কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা; জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সমন্বিত অর্থনৈতিক অশিদারিত্বের ভিত্তিতে কাজ শুরু করবে বাংলাদেশ-ভারত। প্রশ্ন ওঠে অর্থনৈতিক উন্নয়নে দুই দেশের সমন্বিত এই উদ্যোগে কি অখুশি হবে বাংলাদেশের আরেক বন্ধু চীন?

করোনার কারনে থমকে থাকা আমদানি-রপ্তানি কিছুটা সচল করতে স্থলবন্দর খোলা নিয়ে  নতুন ঘোষণা আসতে পারে জয়শঙ্করের মুখে।

অভিন্ন ছয় নদীর পানি ভাগাভাগি নিয়েও চূড়ান্ত আলোচনা হবে, আর তিস্তা ইস্যু কখনোই তার গুরুত্ব হারাবে না বলেও উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

news24bd.tv আয়শা